পিচাই এর নেতৃত্বে চলবে আলফাবেট

৪ ডিসেম্বর, ২০১৯ ১২:০০  
গুগলের দুই সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ ও সার্গেই ব্রিনের পদত্যাগের পর গুগলের মূল প্রতিষ্ঠান আলফাবেটের হাল ধরছেন সুন্দর পিচাই। এখন থেকে আলফাবেটের সিইও হিসেবে দায়িত্ব পলন করবেন তিনি।  আর ল্যারি পেজ ও সার্গেই ব্রিন  আলফাবেটের পরিচালনা পর্ষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন। https://twitter.com/sundarpichai/status/1202016355366473728?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1202016355366473728&ref_url=https%3A%2F%2Ftimesofindia.indiatimes.com%2Fbusiness%2Finternational-business%2Fgoogle-co-founders-step-aside-as-sundar-pichai-takes-helm-of-parent-alphabet%2Farticleshow%2F72358210.cms নিজের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্টে এই নিয়ে গুগলের সুদূরপ্রসারী লক্ষ্য, আদর্শ, ঐতিহ্য ও উদ্ভাবনী শক্তির জন্য ল্যারি পেজ ও সার্গেই ব্রিনকে ধন্যবাদ জানান সুন্দর পিচাই। সেখানে কর্মীদের উদ্দেশে তিনি লিখেছেন, দুই সহ-প্রতিষ্ঠাতার পদত্যাগের সিদ্ধান্ত গুগলের দৈনন্দিন কাজের উপর প্রভাব ফেলবে না। গুগলের প্রতি আমার মনোযোগ আগের মতোই থাকবে। একই সঙ্গে আলফাবেট নিয়ে কাজ করতেও আমি উন্মুখ হয়ে আছি।, এতো দিন সার্গেই ব্রিন আলফাবেটের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন। ল্যারি পেইজ ছিলেন সিইও। মঙ্গলবার এক ব্লগ পোস্ট ল্যারি পেজ ও সার্গেই ব্রিন যৌথ বিবৃতিতে জানান, আলফাবেট ও গুগলের জন্য আলাদা দুই সিইও ও প্রেসিডেন্টের প্রয়োজন নেই। আলফাবেট ও গুগলকে সিইও হিসেবে নেতৃত্ব দেবেন সুন্দর পিচাই। আলফাবেট, গুগল ও গুগলের অধীনস্থ কোম্পানিগুলো স্বাধীনভাবে সাফল্যের সঙ্গেই চলতে পারছে। স্বাভাবিকভাবেই এখন আমাদের ম্যানেজমেন্টকে আরও সহজ করার সময় এসেছে।